Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

 

২০১৯- ২০ অর্থবছরে অর্জনসমূহ

০১। বিভিন্ন ক্যাটাগরির মৎস্য চাষ প্যাকেজের উপর মোট ১.০০ হেঃ মৎস্যচাষ  প্রদর্শনী খামার স্থাপন করা হয়েছে।

০২। মৎস্য আবাসস্থল সংস্কার ও  উন্নয়ন করা হয়েছে ২.০০ হেঃ।

০৩। মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ (এক) টি বিল নার্সারী স্থাপন করা হয়েছে, যার আয়তন ০.৭৫ হেঃ।

০৪। মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন জলাশয়ে ০.৭৫০ মে.টন পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

০৫। ১৫০ জন মৎস্যচাষী/ মৎস্যজীবী ও উদ্দ্যেক্তাদের পরামর্শ ও খামার পরিদর্শন করা হয়েছে।

০৬। মাছের খাদ্যের গুনগতমান নির্নয়ের জন্য ২ (দুই) টি খাদ্যের নমুনা পরীক্ষা করা হয়েছে।

০৭। মাছের বংশবৃদ্ধির লক্ষ্যে ৩ (তিন) টি অভয়াশ্রম সংস্কার করা হয়েছে।

০৮। মৎস্য সম্পদ উন্নয়নের লক্ষ্যে ৩০ (ত্রিশ) টি মোবাইল কোর্ট / অবিযান পরিচালনা করা হয়েছে।

০৯। ০৩ (তিন) জন মৎস্যচাষীর পুকুরের পানি পরীক্ষাকরত: পরামর্শ প্রদান করা হয়েছে এবং মৎস্য অ্যাপস বিষয়ে অবগত করা হয়েছে।

১০। মৎস্য আবস্থল উন্নয়ন উন্নয়ন ও ব্যবস্থাপনায় ৩০০ (তিনশত) জনকে সম্পৃক্ত করা হয়েছে।

১১। মাছচাষের বিভিন্ন প্যাকেজ ও সচেতনতা বিষয়ে ৩৫০ জন মৎস্যচাষী/মৎস্যজীবী/ উদ্দ্যেক্তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছ।

১২। ১০ (দশ) জন মৎস্যচাষীর পুকুর পরিদর্শনপূর্বক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ে পরিদর্শন ও পরামর্শ প্রদান করা হয়েছে।